DMCA.com Protection Status

WB Class 7 Geography First Unit Test Question Paper 2024

WB Class 7 Geography First Unit Test Question Paper 2024:

 

সিলেবাসঃ

1. পৃথিবীর গতি
2. ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়
3. বায়ুচাপ
4. এশিয়া মহাদেশ

 

1. বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (যে-কোনো তিনটি)। 1×3=3
(ক) অধিবর্ষের বছরটি হল –(1996/1994/1998/1990) খ্রিস্টাব্দ।
(খ) কোনো একটি স্থানের অক্ষাংশ 12° উত্তর হলে স্থানটি যে গোলার্ধে অবস্থিত, তা হল – (পূর্ব পশ্চিম/উত্তর/দক্ষিণ)।
(গ) ভূগোলকে অঙ্কিত প্রত্যেকটি দ্রাঘিমারেখা(উপবৃত্ত/পূর্ণবৃত্ত অর্ধবৃত্ত সরলরৈখিক)।
(ঘ) এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হল (গঙ্গানদী/নর্মদা নদী লেনা নদী মেনাম নদী)।
(ঙ) এশিয়া মহাদেশের এই হ্রদটি আকার-আয়তনে সাগরের ন্যায় সুবৃহৎ এবং স্থলভাগ দ্বারা বেষ্টিত হ্রদটির নাম- (চিলকা হ্রদ কাস্পিয়ান সাগর/মরু সাগর/বৈকাল হ্রদ)।

2. বাক্যটি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখো (যে-কোনো দুটি)। 1×2=2
(ক) কোনো বস্তুর ওপর সমস্ত দিক থেকে বায়ু চাপ দেয় না।
(খ) বায়ুর জলীয় বাষ্পের পার্থক্য হল বায়ুপ্রবাহের প্রধান কারণ।
(গ) এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসি।
(ঘ) পন্টিক ও টরাস পর্বতশ্রেণির মধ্যে তিব্বত মালভূমি অবস্থিত।

3. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো একটি)।2×1=2

(ক) কোন তারিখকে কর্কটসংক্রান্তি বলা হয় ও কেন?
(খ) ছায়াপথ কাকে বলে?
(গ) সৌরবছর কাকে বলে?

4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো একটি)।3×1=3
(ক) নিম্নচাপ ও উচ্চচাপের মধ্যে পার্থক্য লেখো।
(ঘ) সমচাপরেখার তিনটি বৈশিষ্ট্য লেখো।
(গ) বায়ুর উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক কী

5. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো একটি)।5×1=5
(ক) এশিয়া মহাদেশের উত্তরের সমতল ভূমির ভূপ্রকৃতির বিবরণ দাও
(খ) এশিয়ার ভূমধ্যসাগরীয় ও মৌসুমি জলবায়ু কীভাবে ওই অঞ্চলের উদ্ভিদকে প্রভাবিত করেছে, তা লেখো।

(গ) ইয়াংসিকিয়াং নদী অববাহিকা নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ গুলি আলোচনা করো

See also  প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি পরীক্ষা) সমগ্র প্রশ্ন ও উত্তর - ২০১৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *